খাশোগি হত্যায় জড়িত কাহতানি নিখোঁজ
প্রকাশিত : ১২:২৯, ৯ জানুয়ারি ২০১৯ | আপডেট: ২৩:৫৬, ৯ জানুয়ারি ২০১৯
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাবেক জ্যেষ্ঠ সহযোগী সৌদ আল-কাহতানি
সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যায় দায়ে অভিযুক্ত সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাবেক জ্যেষ্ঠ সহযোগী সৌদ আল-কাহতানি এখনো নিখোঁজ রয়েছেন। সাত সপ্তাহের অনুসন্ধানের পরও তাকে খুঁজে পেতে ব্যর্থ হয়েছেন সৌদি কর্তৃপক্ষ।
তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগি খুনের ব্যাপারে কাহতানি বড় ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ করেন সৌদি প্রসিকিউটররা।
ওই হত্যাকাণ্ডের জেরে মার্কিন সরকারের নিষেধাজ্ঞায় আসা ১৭ সৌদি নাগরিকের একজন হলেন এই কাহতানি।
গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগি নৃশংসভাবে নিহত হন।এ ঘটনা সামনে আসার কয়েক দিন পর ওই মাসেই কাহতানিকে বরখাস্ত করা হয়।
তথ্যসূত্র: আল জাজিরা
এমএইচ/
আরও পড়ুন