ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কেনিয়ায় হোটেলে জঙ্গি হামলা, নিহত ১১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৫, ১৬ জানুয়ারি ২০১৯ | আপডেট: ০৯:৫১, ১৬ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

কেনিয়ার একটি হোটেলে জঙ্গি হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির রাজধানীর একটি হোটেলে  স্থানীয় সময় ৩টার দিকে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে হামলার দায় স্বীকার করেছে আল-শাবাব।

কেনিয়ার পুলিশ প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বন্দুকধারীরা হোটেলের লবিতে ঢোকার আগে কার পার্কিং এলাকার যানবাহনে বোমা ছুড়ে মারে। সেখানে একজন আত্মঘাতীও বোমার বিস্ফোরণ ঘটায়।

হামলার ঘটনায় ১১ জন নিহত হয়েছেন বলে হোটেলের দায়িত্বে থাকা কর্মীরা নিশ্চিত করেছেন। এর মধ্যে হোটেলটির পাশে নদীর ধারের ফুটপাতে ৬টি মৃতদেহ এবং ৫টি মৃতদেহ হোটেলের গোপন বাগানে দেখা গেছে।

এ ঘটনায় আহত আরো অনেককে হাসপাতালে নেওয়া হয়েছে। হামলার পরপরই সরকারি বাহিনী সেখানে অবস্থান নেয় বলে জানিয়েছেন দেশটির ‍পুলিশের মুখপাত্র।

‍পুলিশের মুখপাত্র জানান, এই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলার সাথে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে। এ ব্যাপারে তদন্ত কমিটি ঘটন করার কথাও জানান তিনি।

তথ্যসূত্র: সিএনএন

এমএইচ/  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি