ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২শ

প্রকাশিত : ১২:৩১, ২৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৫৫, ২৮ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

অভিবাসন প্রত্যাশী মিশরীয়দের বহনকারী নৌকা ডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুইশ’ ছাড়িয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ভূমধ্যসাগরের তলদেশ থেকে ক্রেনের সাহায্যে টেনে তোলা হয় নৌকাটি। এসময় নৌকার ভেতর থেকে আরো ৫০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতদের অধিকাংশ মিশরের নিলে ডেল্টা নামে শহরের বাসিন্দা। গেল বুধবার ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে ৫শ’ থেকে ৬শ’ যাত্রী নিয়ে মিশর উপকূলে ডুবে যায় নৌকাটি। এ ঘটনায় ১৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি