ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

‘সৌদি আরবে সংস্কার না হলে বিপ্লব ঘটবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭, ১৮ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

সংস্কার না ঘটলে এবং মত প্রকাশের স্বাধীনতা না দেওয়া হলে সৌদি আরবে পর্যায়ক্রমে বিপ্লব ঘটবে। এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ব্রিটিশ রক্ষণশীল দলের সদস্য ক্রিসপিন ব্ল্যান্ট।

তিনি বলেন, সৌদি রাজতন্ত্র এবং সরকারকে টিকিয়ে রাখতে হলে দেশটিতে সুশীল সমাজের প্রয়োজনীয়তার কথা রিয়াদকে বুঝতে হবে।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্টে প্রকাশিত এক নিবন্ধে এ সব কথা বলেন তিনি। নিবন্ধে তিনি আরো বলেন, পরামর্শেরভিত্তিতে পরিচালিত রাজতন্ত্রের বিকল্প হলো কঠোর রাজতন্ত্র আর এর পরিণাম হলো বিপর্যয় এবং পর্যায়ক্রমে বিপ্লব।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি