ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

চিলিতে ৬.৭ মাত্রার ভূমিকম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৪, ২০ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১২:২৫, ২০ জানুয়ারি ২০১৯

চিলির উত্তর-মধ্যাঞ্চলীয় উপকূলে ৬ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১০টার দিকে বন্দর শহর কোকিম্বোকে ভূমিকম্পটি আঘাত হানে। কোকিম্বো ছাড়াও আতাকামা, সান্তিয়াগো, হিগিনস, ভালপারাসিও এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভূমিকম্পের কারণে সুনামি হতে পারে এমন সম্ভাবনায় উদ্বেগের মধ্যেই প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র ভূমিকম্পের পর দ্রুততার সঙ্গে সুনামির সম্ভাবনা খারিজ করে দেয়।

ভূমিকম্পে উপকূলীয় শহর লা সেরেনার কাছে কিছু পুরনো ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার ও বিদ্যুৎ চলে যাওয়ার কথা জানিয়েছেন। এলাকাটি সান্তিয়াগো থেকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তরে। তবে এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চিলি একটি ভূমিকম্পপ্রবণ দেশ। ২০১০ সালে দেশটির দক্ষিণ-মধ্যাঞ্চলীয় উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল।  তখন ভূমিকম্প থেকে সৃষ্ট সুনামিতে উপকূলীয় শহরগুলো বিধ্বস্ত হয়েছিল।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি