ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্র ও কানাডার কাছে তাড়া খেল রাশিয়ার বিমান

প্রকাশিত : ০৯:২৫, ২৮ জানুয়ারি ২০১৯ | আপডেট: ০৯:২৯, ২৮ জানুয়ারি ২০১৯

রাশিয়ার বোমারু বিমান (ফাইল ছবি)

রাশিয়ার বোমারু বিমান (ফাইল ছবি)

যুক্তরাষ্ট্র ও কানাডার চারটি যুদ্ধবিমান রাশিয়ার দুটি বোমারু বিমানকে তাড়া করে পিছু হটতে বাধ্য করেছে । শুক্রবার রাশিয়ার বিমান দুটি আর্কটিক অঞ্চলের কানাডীয় এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের কাছ দিয়ে ওড়ার সময় এ ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছে নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কম্যান্ড বা নোরাড।

তারা বলেছে, রয়্যাল কানাডিয়ান বিমানবাহিনী প্রহরা দেয় এমন এলাকায় শুক্রবার সকালে প্রবেশ করে রাশিয়ার দুটি টিইউ-১৬০ ব্লাকজ্যাক বোমারু বিমান। তবে রুশ বিমানগুলো আমেরিকা বা কানাডার সীমানায় প্রবেশ করে নি; বিমানগুলো আন্তর্জাতিক আকাশসীমায় ছিল।

এ সময় তা সনাক্ত করে দুটি এফ-২২ এবং দুটি সিএফ-১৮ যুদ্ধবিমান। তবে রাশিয়া, আমেরিকা ও কানাডার যুদ্ধ বা বোমারু বিমানের মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটে নি।

নোরাড বলেছে, আমেরিকা অথবা কানাডার আকাশসীমা নজরদারি করতে তারা ব্যবহার করে রাডার, স্যাটেলাইট ও যুদ্ধবিমান। নোরাডের কাছে আমেরিকা ও কানাডার ভৌগোলিক সীমানা রক্ষা করার বিষয়টিই বেশি গুরুত্ব পায়।

এই প্রথম রাশিয়া ও আমেরিকার যুদ্ধবিমান এমন কাছাকাছি বা মুখোমুখি হয় নি বরং সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের ঘটনা বহুবার ঘটেছে।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি