ঢাকা, রবিবার   ২২ সেপ্টেম্বর ২০২৪

‘নতুন যুদ্ধে জড়ালেই ইসরাইল নিশ্চিহ্ন হবে’

প্রকাশিত : ০৮:২০, ২৯ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৩:৪১, ২৯ জানুয়ারি ২০১৯

ইসরাইল নতুন কোনো যুদ্ধে জড়ালে নিশ্চিহ্ন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি`র উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি। সিরিয়ায় ইরানি অবস্থানে ইসরাইলের হামলার হুমকির প্রতিক্রিয়ায় তিনি সোমবার এ কথা বলেন।

সালামি বলেন, ইরান বিশ্বের রাজনৈতিক মানচিত্র থেকে দখলদার ও অবৈধ ইসরাইলকে মুছে ফেলার নীতিতে বিশ্বাস করে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে নানা শয়তানি তৎপরতার মাধ্যমে ইসরাইল নিশ্চিহ্ন হওয়ার দিকেই এগিয়ে যাচ্ছে।

আইআরজিসি`র উপ-প্রধান আরও বলেছেন, ইসরাইল যদি কোনো নতুন যুদ্ধ শুরু করে তাহলে দখলীকৃত সব ভূখণ্ড উদ্ধার করা হবে এবং তখন ইসরাইলিরা নিজেদের লাশ দাফন করার জন্যও কবরস্থান খুঁজে পাবে না।

সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছে, ইরান যদি অবিলম্বে সিরিয়া থেকে তার সেনা সরিয়ে না নেয় তাহলে সেখানে ইরানি অবস্থানে হামলা অব্যাহত রাখা হবে।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি