ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

কাশ্মীরে সেনা অভিযানে নিহত ২

প্রকাশিত : ১১:২৮, ১ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৬:১৮, ১ ফেব্রুয়ারি ২০১৯

ভারতের জম্মু-কাশ্মীরে সেনা অভিযানে ২ জঙ্গি নিহত হয়েছেন। সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী নিরাপত্তা রক্ষী এবং জঙ্গিদের মধ্যে এনকাউন্টার চলছিল৷

শুক্রবার সকালে পুলওয়ামার রাজপোরা এলাকায় নিহতের এ ঘটনা ঘটেছে৷ তবে আরও জঙ্গি লুকিয়ে থাকতে বলে মনে করা হচ্ছে৷ সমগ্র এলাকা ঘিরে চলছে চিরুনি তল্লাশি৷

নিহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ৷ জম্মু-কাশ্মীরের পুলিশ আধিকারিক জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ড্রাবগাম এলাকাটি ঘিরে ফেলা হয়৷ সেখানে জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছিল৷ সেই মতো, এলাকাটিতে তল্লাশি অভিযান চলছিল৷ সে সময়ই জঙ্গিরা গুলি ছুঁড়তে শুরু করে৷ পাল্টা জবাব দেয় নিরাপত্তা রক্ষীরাও৷ এই এনকাউন্টার পর্বেই ২ জঙ্গি নিহত হয়৷ এরা কারা? কোন জঙ্গি সংগঠনের সঙ্গে এদের যোগ রয়েছে কি না তাই জানার চেষ্টা চলছে৷

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি