ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত ৬০

প্রকাশিত : ১৭:৫৩, ২ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৯:৫৪, ২ ফেব্রুয়ারি ২০১৯

নাইজেরিয়ায় জঙ্গিগোষ্ঠী বোকো হারামের হামলায় নিহত হয়েছেন ৬০ জন। সোমবার দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় শহর রাণে এ ঘটনা ঘটেছে। এই জঙ্গিগোষ্ঠী সাধারণ জনগণের ওপর হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

অ্যামনেস্টির পরিচালক ওসাই ওজিঘো জানিয়েছেন, বেসামরিক লোকদের ওপর হামলা চালিয়েছে বোকো হারাম। এটা নাইজেরিয়ার যুদ্ধাপরাধের ফসল।

উল্লেখ্য, গত কয়েক মাসে নাইজেরিয়ার সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা বৃদ্ধি করেছে বোকো হারাম। সেনাসদস্যদের হত্যা করে সামরিক ঘাঁটি দখলে নিচ্ছে তারা।

তথ্যসূত্র : আল-জাজিরা।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি