ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

প্রতিবেশী দেশগুলো হচ্ছে দুর্বৃত্ত ও প্রতারক : কাতার

প্রকাশিত : ০৮:৫২, ৮ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ০৯:৩৩, ৮ ফেব্রুয়ারি ২০১৯

আহমাদ বিন সাঈদ আর রামিহি

আহমাদ বিন সাঈদ আর রামিহি

কাতারের প্রতিবেশী দেশগুলো হচ্ছে দুর্বৃত্ত ও প্রতারক। এ মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণমাধ্যম বিষয়ক প্রধান আহমাদ বিন সাঈদ আর রামিহি।

কাতার ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের কিছু ম্যাচ প্রতিবেশী দেশগুলোতে আয়োজনের বিরোধী বলে কোনো কোনো সৌদি কর্মকর্তা যে মন্তব্য করেছেন তার জবাবে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, কোন প্রতিবেশী দেশকে ম্যাচ আয়োজনের সুযোগ দেব? দুর্বৃত্ত ও প্রতারক প্রতিবেশী দেশগুলোকে? প্রশ্নই আসে না।

সৌদি আরবের নেতৃত্বে কয়েকটি দেশ প্রতিবেশী কাতারের বিরুদ্ধে অমানবিক অবরোধ আরোপ করে রেখেছে।

২০২২ সালের বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যা ৪৮টিতে উন্নীত করার সিদ্ধান্ত চূড়ান্ত হলে কাতারের প্রতিবেশী দেশগুলোতে অনেক ম্যাচ আয়োজন করতে হতে পারে বলে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফার সভাপতি গিয়ান্নি ইনফানতিনো মন্তব্য করার পর এ নিয়ে আলোচনা চলছে।

২০২২ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজক দেশ হচ্ছে কাতার। প্রতিযোগী টিমের সংখ্যা ৪৮`এ উন্নীত করার বিষয়ে আগামী মার্চে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

১৯৯৮ সালের পর থেকে বিশ্বকাপে ৩২টি দল অংশগ্রহণের রীতি চলে আসছিল। কিন্তু ২০১৭ সালের জানুয়ারিতে ফিফার কার্যনির্বাহী পরিষদে ভোটের মাধ্যমে আরো ১৬টি দলকে ২০২৬ সালের বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে এই রীতি ২০২২ থেকেই চালু করার দাবি উঠেছে।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি