ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

বঙ্গোপসাগরে ভূমিকম্প, কেঁপে উঠল চেন্নাই

প্রকাশিত : ১৩:০৮, ১২ ফেব্রুয়ারি ২০১৯

বঙ্গোপসাগর এলাকায় মৃদু ভূকম্পন আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪.৯। এর জের ধরে কেঁপে ওঠে ভারতের চেন্নাইয়ের বিভিন্ন অংশ। সোমবার রাতে এ ভূকম্পন অনুভূত হয়। 
মার্কিন জিওলজিক্যাল সার্ভের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সোমবার দিবাগত রাত ১.৩০টা নাগাদ চেন্নাই থেকে ৬০৯ কিমি দূরে সমুদ্রস্তরের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র।
চেন্নাইয়ে কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কে বহুতল ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন মানুষজন। সোশ্যাল মিডিয়ায় নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন বাসিন্দারা।
এর আগে ওই এলাকায় বেশিরভাগ সময় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় ভূমিকম্প হতে দেখা গেছে। রাতের ভূমিকম্প ২০০৪ সালের সুনামির আতঙ্ক মনে করিয়ে দিয়েছে বলে টুইটারে মন্তব্য করেছেন অনেকে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি