ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

ইরাকে গোপন সফরে পেন্টাগন প্রধান

প্রকাশিত : ১০:১১, ১৩ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৫:০৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান আফগানিস্তানের পর এবার গোপনে ইরাক সফরে গেছেন। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতনের পরও ইরাকে মাার্কিন সেনা উপস্থিতি বজায় রেখেছে আমেরিকা। এর বিরুদ্ধে যখন ক্ষোভ তীব্র হচ্ছে তখন তিনি বাগদাদে এ সফর করছেন।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় শানাহান দাবি করেন, ইরাক সরকারের আমন্ত্রণে তিনি এ সফরে এসেছেন। তিনি বলেন, ‘আমাদের স্বার্থ হচ্ছে ইরাকের নিরাপত্তা সক্ষমতা গড়ে তোলা।’
জানা গেছে, ইরাক সফরের সময় মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ইরাকের প্রধানমন্ত্রী ও মার্কিন সেনা কমান্ডারদের সঙ্গে বৈঠক করবেন। কোনো কোনো খবরে বলা হচ্ছে- সেনা প্রত্যাহারের বিষয়ে তিনি মার্কিন কমান্ডারদের সঙ্গে মতবিনিময় করবেন।
এর আগে, শানাহান গোপনে আফগানিস্তান সফর করেছেন।
সূত্র : পার্সটুডে
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি