নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৬৬
প্রকাশিত : ১১:৫০, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১১:৫৩, ১৬ ফেব্রুয়ারি ২০১৯
নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে ৬৬ জন লোক নিহত হয়েছেন। দেশটির ক্যাডুনা রাজ্যের উত্তর-পশ্চিত এলাকায় দুটি সম্প্রদায়ের ওপর এ হামলার ঘটনা ঘটে।
শুক্রবার দেশটির সরকারি এক বৃবিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তারা বলছে, আক্রান্ত এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সন্দেহবাজন কয়েকজনকে আটক করা হয়েছে।
ক্যাডুনা রাজ্যের গভর্নর স্যামুয়েল আরুয়ান বলেন, নিহতদের দেহগুলো উদ্ধার করা হয়েছে এবং কি কারণে এ ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরো বলেন, নিহতদের মধ্যে ২২ জন শিশু এবং ১২ জন নারী ছিল। এ ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
শনিবার সকাল থেকে দেশটির প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণের কথা ছিল। কিন্তু হামলার ঘটনাসহ বিভিন্ন কারণে দেশটির নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা
এমএইচ/
আরও পড়ুন