ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

পাকিস্তান বিশ্বের গুরুত্বপূর্ণ দেশে পরিণত হবে: সৌদি যুবরাজ

প্রকাশিত : ১১:১৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

পাকিস্তান বিশ্বের দরবারে  একিটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে পরিচিত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। দেশটির সফরে গিয়ে রোববার তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশংসা করে বলেন, এরকম প্রধানমন্ত্রীর জন্য আমরা অপেক্ষায় ছিলাম। এখন আগের তুলনায় ইসলামাবাদের সাথে আমাদের সম্পর্ক আরোও গাঢ হবে।   

তিনি বলেন, পাকিস্তান সকল সৌদির কাছেই একটি ‘প্রিয় দেশ’ । কেননা আমরা সুখে-দু:খে একে অপরের সাথে কাজ করেছি।

এর আগে সৌদি যুবরাজ রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছান। এসময় তাকে স্বাগত জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তাকে লাল গালিচা সংবর্ধনাও দেওয়া হয়। তিনি দুই দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে অবস্থান করবেন।

সৌদি যুবরাজের আগমন উপলক্ষ্যে ইসলামাবাদের বেশিরভাগ প্রধান সড়ক বন্ধ করে দেওয়া হয়েছিল।এছাড়াও শহরজুড়ে স্থাপন করা হয়েছিল ১ হাজারেরও বেশি চেকপয়েন্ট।

উল্লেখ্য, ২০১৭ সালে যুবরাজ হিসেবে নিয়োগ পাওয়ার পর এটিই সৌদি যুবরাজের প্রথম পাকিস্তান সফর। এ সফর উপলক্ষে যুবরাজের ব্যক্তিগত সরঞ্জামবাহী পাঁচটি ট্রাক এরই মধ্যে ইসলামাবাদে পৌঁছেছে। একই সঙ্গে যুবরাজের ব্যক্তিগত নিরাপত্তা দল ও সৌদি গণমাধ্যমের প্রতিনিধিরা পাকিস্তানে পৌঁছেছেন।

দুই দিনের এই সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ছাড়াও দেশটির অন্য শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা ও সামরিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন যুবরাজ বিন সালমান।

তথ্যসূত্র: ডন ও আল জাজিরা

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি