ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সন্ত্রাস নির্মূলে সহযোগিতার আশ্বাস সৌদি যুবরাজের  

প্রকাশিত : ২৩:২২, ২০ ফেব্রুয়ারি ২০১৯

ভারত সফরে গেছেন সৌদি যুবরাজ মোহাম্মেদ বিন সালমান৷ সন্ত্রাস নির্মূলে ভারতকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি৷ সৌদি যুবরাজকে স্বাগত জানাতে প্রটোকল ভেঙেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷     

বুধবার নতুন দিল্লিতে যৌথ সংবাদ সম্মেলনে ভারত সফররত যুবরাজ বলেন, ভারত ও সৌদি আরব একটি বিষয়ে সচেতন, আর তা-হলো সন্ত্রাস নির্মূল৷ ভারতে সন্ত্রাস দমনে সবধরণের সহযোগিতা করতে তাঁর দেশ প্রস্তুত বলে জানান তিনি৷ সালমান বলেন, ‘জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ ইস্যুতে আমরা নিজেদের মধ্যে তথ্যের আদান-প্রদান করব৷’

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে৷ এই পরিস্থিতিতে ভারত সফর করছেন সৌদি যুবরাজ৷ কাশ্মীরে হামলার পেছনে পাকিস্তানি জঙ্গিদের হাত রয়েছে বলে অভিযোগ করেছে ভারত৷

সংবাদ সম্মেলনে মোদী জানান, সন্ত্রাস নির্মূল, নৌপথে সহায়তা ও সাইবার নিরাপত্তা ইস্যুতে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার ব্যাপারে তাঁরা একমত হয়েছেন৷

দিনের শুরুতে যুবরাজকে রাষ্ট্রপতি ভবনে বিশেষ সংবর্ধনা দেয়া হয়৷ সাধারণত বিমানবন্দরে কোনো বিদেশি নেতা-নেত্রীদের স্বাগত জানাতে ভারতের প্রধানমন্ত্রী সাধারণত কোনো জুনিয়র মন্ত্রী কিংবা কর্মকর্তাকে পাঠান, কিন্তু সৌদি যুবরাজকে স্বাগত জানাতে প্রটোকল ভেঙে নিজেই বিমানবন্দরে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী৷

পাকিস্তানেও একই ধরণের সংবর্ধনা পেয়েছিলেন যুবরাজ৷ সেই দেশে ২০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন তিনি৷

ভারত সফর শেষে সৌদি যুবরাজের চীন সফরে যাওয়ার কথা রয়েছে৷ যুবরাজের এই ত্রিদেশীয় সফরকে অবশ্য ভালো চোখে দেখছে না পশ্চিমা বিশ্ব৷ কেননা সৌদি সাংবাদিক জামাল খাশগজি`র হত্যাকাণ্ডের পেছনে যুবরাজের হাত রয়েছে বলে দৃঢ় বিশ্বাস তাদের৷ এছাড়া ইয়েমেনে সৌদি হামলা এবং দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়েও নাখোশ তারা৷

অশোধিত তেল রপ্তানির ক্ষেত্রে সৌদি আরবের অন্যতম প্রধান ক্রেতা ভারত৷ ফলে দুই দেশের মধ্যে জ্বালানি সরবরাহ নিয়ে আগে থেকেই ভালো একটি সম্পর্ক বিদ্যমান৷ দুই দেশের মধ্যে ২৮ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য রয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়৷ এছাড়া ভারতের আশা, সৌদি আরব তাদের দেশে অবকাঠামো, মহাসড়ক ও নৌ বন্দর নির্মাণে বিনিয়োগ করবে, পাশাপাশি প্রতিরক্ষা, নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি-এসব ক্ষেত্রে সহযোগিতার আশা করছে ভারত৷

আজ রাতেই চীনের উদ্দেশে ভারত ছাড়বেন যুবরাজ সালমান৷

এসি 

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি