ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

‘পাকিস্তান পরমাণু বোমা ফেলতে দ্বিধা করবে না’

প্রকাশিত : ০৯:২৯, ৫ মার্চ ২০১৯

পাকিস্তান প্রচলিত যুদ্ধে হেরে যাচ্ছে বলে যদি মনে করে তা হলে ভারতের বিরুদ্ধে পরমাণু বোমা ব্যবহারে বিন্দুমাত্র দ্বিধা করবে না। সোমবার ভারতের পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী অমারিন্দর সিং এ দাবি করেন।

তিনি বলেন, পাকিস্তান এবং ভারত উভয়েই পরমাণু শক্তিধর দেশ। তবে পরমাণু বোমা ব্যবহার করে কোনো দেশেরই স্বার্থ বজায় থাকবে না।

পাকিস্তানের বালাকোটের ওপর ভারতীয় বিমান হামলায় হতাহতের বিষয় কিছু বলতে অস্বীকার করে ভারতীয় সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন অমারিন্দর সিং।

তিনি বলেন, মৃতের সংখ্যা এক বা ১০০ যাই হোক না কেনো নয়াদিল্লি এর মাধ্যমে যে বার্তা দিয়েছে তা অত্যন্ত পরিষ্কার। আর তা হলো, ভারতীয় নিরীহ সেনা বা নাগরিকদের হত্যাকারীদের বিনা শাস্তিতে ছেড়ে দেওয়া হবে না। পাশাপাশি তিনি স্বীকার করেন, পাকিস্তান বা ভারত কারোই সর্বাত্মক যুদ্ধে চালানোর ক্ষমতা নেই।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি