ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মারা গেছে আইএস তরুণী শামীমার শিশুপুত্র

প্রকাশিত : ১৬:০৫, ৯ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

ইসলামিক স্টেট (আইএস)-এ যোগ দেয়া ব্রিটিশ নাগরিক শামীমা বেগমের শিশু পুত্র সিরিয়ায় মারা গেছে। মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স একথা জানিয়েছে।

শামীমা (১৯) গত মাসে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি শরণার্থী শিবিরে বাচ্চার জন্ম দেন। ব্রিটেনে ফিরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করা সত্ত্বেও ব্রিটিশ সরকার তার নাগরিকত্ব কেড়ে নিয়েছে।

হাসপাতাল থেকে দেয়া সনদে শিশুটির নিউমোনিয়ায় মারা যাওয়ার কথা বলা হয়।

এর আগেও তিনি আরো দুই সন্তানের জন্ম দিয়েছিলেন। অসুস্থতা ও পুষ্টিহীনতায় ভুগে তার সেই দুই সন্তানও মারা যায়।

এসডিএফ মুখপাত্র মোস্তফা বালি এএফপি’কে এ মৃত্যুর খবর নিশ্চিত করলেও কিভাবে এবং কখন শিশুটি মারা গেছে সে ব্যাপারে তিনি সুনির্দিষ্ট করে কিছু বলতে অস্বীকৃতি জানান।

এর আগে টুইটারে দেয়া এক বার্তায় তিনি এ শিশুর মৃত্যুর খবর অস্বীকার করেছিলেন।

সূত্র : এএফপি, বিবিসি

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি