কাশ্মীরে আবারও গোলাগুলি, নিহত ৩
প্রকাশিত : ১১:৪২, ১১ মার্চ ২০১৯
কাশ্মীরে ফের গোলাগুলিতে ৩ জন নিহত হয়েছেন। রোববার পুলওয়ামা জেলার ত্রাল এলাকার পিংলিশে জঙ্গি উপস্থিতির খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে ভারতীয় সেনারা৷ এরপরই শুরু হয়ে যায় এনকাউন্টার পর্ব৷ সেনা-জঙ্গির এই গুলির লড়াইয়ে তিন জঙ্গি নিহত হয়েছে বলে জানা গেছে৷ তবে এখনও আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷
যে তিনজন নিহত হয়েছে তাদের পরিচয় জানা না গেলেও, ঘটনাস্থল থেকে ২ টি একে-৪৭ রাইফেল এবং একটি পিস্তল পাওয়া গেছে বলে জানানো হয়েছে৷ ত্রালের এই পিংলিশ গ্রামে তল্লাশি জারি রেখেছে দেশটির সেনাবাহিনী৷
এদিকে, গত শুক্রবার রাতে সীমান্তের ওপার থেকে পাক সেনা বোমা বর্ষণ শুরু করেছে বলে অভিযোগ করা হচ্ছে৷ কিছুক্ষণ পর জবাব দেয় ভারতও৷ একঘণ্টার বেশি সময় ধরে দু’পক্ষের মধ্যে চলে গোলাগুলি৷ এই ঘটনায় এক কাশ্মীরি পুলিশ অফিসার গুরুতর আহত হন৷ তাকে ভর্তি করা হয় হাসপাতালে৷ অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়৷
এদিনই পাক সেনা সীমান্ত বরাবর পুঞ্চের শাহপুর সেক্টরে ভারতীয় পোস্ট লক্ষ্য করে হেভি শেলিং করে বলে অভিযোগ৷ শাহপুর সেক্টরের গোন্ডরিয়া গ্রামে একটি বোমা এসে পড়ে৷ তাতে স্পেশাল পুলিশ অফিসার হুসেন শাহ গুরুতর আহত হন৷ সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় জম্মুর সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷
সূত্র: কলকাতা ২৪x৭
একে//
আরও পড়ুন