ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বিষ্ময়করভাবে নিরব ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত : ১৮:২৭, ১৫ মার্চ ২০১৯

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ভয়াবহ সন্ত্রাসী হামলায় বিশ্বব্যাপী যেখানে নিন্দার ঝড় বইছে সেখানে একেবারে নিরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট পুতিন থেকে সকল বিশ্ব নেতারা ইতিমধ্যে শোক ও নিন্দা জানিয়েছেন। তবে বিষ্ময়করভাবে নিরব ট্রাম্প। এখন পর্যন্ত নিন্দা জানানো বা কোনো ধরনের বক্তব্য ও টুইট করা থেকে বিরত রয়েছেন তিনি। এ খবর দিয়েছে বিবিসি অনলাইন।

এ হামলার পরেও টুইট করেছেন ডনাল্ড ট্রাম্প। কিন্তু এ বিষয়ে তিনি কিছু লেখেননি। এমনকি হোয়াইট হাউজের কর্মকর্তারাও কোনো বিবৃতি কিংবা টুইট দেননি। শুধু নিউজিল্যান্ডে কার্যরত মার্কিন রাষ্ট্রদূত এ ঘটনাকে হৃদয় বিদারক বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, ক্রাইস্টচার্চে যে ঘটনা ঘটেছে তাতে আমাদের হৃদয় ভেঙ্গে গেছে। আমরা আমাদের কিউই বন্ধুদের পাশে আছি এবং আমাদের প্রার্থনা সবসময় তোমাদের পাশে থাকবে।

এদিকে হামলাকারি ব্রেটন ট্যারেন নিজেকে ট্রাম্পের একজন ভক্ত বলে দাবি করেন।

উল্লেখ্য ক্রাইস্টচার্চে ভয়াবহ এ হামলার ঘটনায় এখন পর্যন্ত ৪৯জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন জন বাংলাদেশি রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৭জন। ইতিমধ্যে হামলাকারিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার তাকে আদালতে তোলা হবে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি