ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হামলাকারী সেই ট্যারেন্টের অস্ট্রেলিয়ার বাড়িতে অভিযান

প্রকাশিত : ১২:৩০, ১৮ মার্চ ২০১৯ | আপডেট: ১৩:০৪, ১৮ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী সেই সন্ত্রাসী ব্রেন্টন হ্যারিসন ট্যারেন্টের অস্ট্রেলিয়ার বাড়িতে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের বাড়িতে এই অভিযান চালিনো হয়।

ওই এলাকায় ট্যারেন্ট জন্মেছেন ও বেড়ে উঠেছেন বলে জানিয়েছেন পুলিশ। তবে অভিযানের বিস্তারিত প্রকাশ করা হয়নি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের ভাষায়, ব্রেন্টন ট্যারেন্ট আসলে একজন ‘উগ্র দক্ষিণপন্থী সন্ত্রাসবাদী।’

গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এই সন্ত্রাসী হামলার চালায় ট্যারেন্ট। এতে বাংলাদেশিসহ অন্তত ৫০ জন মুসল্লি নিহত হন। বর্ণবাদী অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত এই হামলাকারী টুইটার একাউন্টে এই ভিডিও সবার কাছে ছড়িয়ে দেয়।

নিজেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক বলেও দাবি করে সে। হামলার আগে সে টুইটারে ‘দ্য গ্রেট রিপ্লেসমেন্ট’ শিরোনামে ৮৭ পৃষ্ঠার দীর্ঘ একটি মেনোফেস্টো প্রকাশ করে।

ব্যক্তিগতভাবে সে মুসলিম বিদ্বেষী এবং মুসলমানদের প্রচণ্ড রকম অপছন্দ করে করে বলে তার ইশতেহারে উল্লেখ করা হয়।

হামলাকারী নিজেকে ‘শেতাঙ্গ’ বলে পরিচয় দিয়ে টেরেন্ট আরও বলে, সে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করে, কারণ ট্রাম্প শেতাঙ্গদের প্রতিনিধিত্ব করে।

নিজের পারিবারিক অবস্থা ও শৈশবের বেদনা উল্লেখ করে সে জানায়, আমি নিন্মবিত্ত পরিবারের জন্মেছি, তার বাবা-মা স্কটিশ, আইরিশ এবং ইংলিশ ছিল, আমার কোন নিয়মিত শৈশব ছিল না।

তথ্যসূত্র: বিবিসি

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি