ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্বেচ্ছায় ক্ষমতা ছাড়লেন কাজাখস্তানের প্রেসিডেন্ট

প্রকাশিত : ০৯:০২, ২০ মার্চ ২০১৯ | আপডেট: ০৯:০৭, ২০ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

টানা তিন দশক ক্ষমতায় থাকার পর স্বেচ্ছায় ক্ষমতা ছাড়ার ঘোষণা দিয়েছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ। ১৯৯০ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে পৃথক রাষ্ট্র গঠিত হওয়ার পর থেকেই দেশটির ক্ষমতায় ছিলেন। তিনিই সেদেশের প্রথম প্রেসিডেন্ট।

নাজারবায়েভ টেলিভিশন ভাষণে বলেছেন, দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে সংস্কার করে গণতান্ত্রিক পদ্ধতি বহাল রাখতেই তিনি পদত্যাগ করছেন। তিনি আরও বলেন, আমি প্রেসিডেন্ট হিসেবে আমার ক্ষমতা ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। প্রেসিডেন্ট নাজারবায়েভের বয়স এখন ৭৮ বছর।

ইতোমধ্যে পার্লামেন্টর উচ্চকক্ষের স্পিকার কাশিম জমরাট তোকায়েভকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন।  সম্প্রতি দেশের জনগণের কল্যাণে বেশ কিছু গুরুত্বপূণ পদক্ষেপের ঘোষণা দিয়েছেন নাজারবায়েফ।

অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে না পারার অভিযোগ এনে দেশটির মন্ত্রিসভাও ভেঙে দিয়েছেন। অবশ্য তিনি টিভি ভাষণে স্বীকার করেছেন গত কয়েক বছরে দেশটিতে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বড় ধরণের কোনো উন্নতি হয় নি।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি