ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মালিতে বন্দুকধারীদের হামলায় নিহত ১৩৪

প্রকাশিত : ১৩:৩১, ২৪ মার্চ ২০১৯ | আপডেট: ১৫:০৩, ২৪ মার্চ ২০১৯

 

পশ্চিম আফ্রিকান দেশ মালিতে বন্দুকধারীর গুলিতে ফুলানি সম্প্রদায়ের অন্তত ১৩৪ জন নিহত হয়েছেন। যাদের অধিকাংশই পশুপালক।

শনিবার (২৩ মার্চ) স্থানীয় সময় ভোর ৪টায় দেশটির ওগোসাগোও এবং ওয়েলিনগারা গ্রামে বন্দুকধারীরা হামলা করে বলে জানিয়েছেন স্থানীয় মেয়র।

তিনি জানান, প্রায় ভোর ৪টার (স্থানীয় সময়) দিকে হামলাকারীরা ওগোসাগু গ্রামের চারদিক ঘেরাও করে হামলা শুরু করে। এরপর তারা নিকটবর্তী আরেক ফুলানি গ্রাম ওয়েলিংগারাতেও হামলা চালায়।

ওগোসাগু থেকে টেলিফোনে গুইন্দো রয়টার্সকে বলেন, ‘গ্রামপুলিশরা এ পর্যন্ত ১৩৪টি মৃতদেহ খুঁজে পেয়েছেন।’

নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, নিহতদের মধ্যে গর্ভবতী নারী, শিশু ও বৃদ্ধরাও রয়েছেন।

ওগোসাগুর নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, গত সপ্তাহে চালানো এক হামলায় ২৩ সৈন্য নিহতের দায় শুক্রবার স্বীকার করেছে আল কায়েদার অনুগত একটি গোষ্ঠী, তার জেরেই এ হামলা চালানো হয়েছে বলে মনে হচ্ছে।

সেনা হত্যার দায় স্বীকার করে ওই গোষ্ঠীটি বলেছিল, ফুলানি গোষ্ঠীর বিরুদ্ধে মালির সেনাবাহিনী ও মিলিশিয়াদের সহিংসতার জবাব ওই হামলা।

স্থানীয় বিভিন্ন নৃগোষ্ঠী ও জঙ্গিগোষ্ঠীর সহিংসতায় মালির কেন্দ্রীয় অঞ্চলের পরিস্থিতি নাজুক হয়ে উঠছে। এই সহিংসতা পশ্চিম আফ্রিকার পুরো সাহেল অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ছে। এসব সহিংসতায় গত বছর কয়েকশ লোক নিহত হয়েছিল।

হানাহানির সমাধান খুঁজতে সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি মিশন মালি পরিদর্শন করেছে। তার মধ্যেই সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রাণঘাতী হামলার এ ঘটনাটি ঘটল।

সূত্র : রয়টার্স

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি