ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ইউক্রেইনের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে কৌতুক অভিনেতা

প্রকাশিত : ০৯:১৭, ১ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৪:৫২, ১ এপ্রিল ২০১৯

ইউক্রেইনে প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফায় ভোট দিচ্ছে জনগণ। সবাইকে অবাক করে দিয়ে প্রথম দফার দৌড়ে এগিয়ে রয়েছেন টিভি সিরিজের জনপ্রিয় কৌতুক অভিনেতা ভোলোদিমির জেলেনস্কি। দ্বিতীয় মেয়াদের জন্য ভোটে লড়ছেন বর্তমান প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো। ।

রাজনীতিতে নবাগত ৪১ বছর বয়স্ক জেলেনস্কি জনমত জরিপগুলোতেও প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো (৫৩) এবং আরেক প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া টিমোশেঙ্কোর (৫৮) চেয়ে এগিয়ে ছিলেন।

তিন নেতাই ইউরোপীয় ইউনিয়নপন্থি। রাশিয়াপন্থি কোনো প্রার্থী ভোটে সুবিধা করতে পারেননি। মোট ৩৯ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।

রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোকে এই নির্বাচন বয়কট করা হয়েছে। যদি রোববারের ভোটে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পায় তবে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীকে নিয়ে আগামী ২১ এপ্রিল দ্বিতীয় দফা ভোট হবে।

সূত্র: এপি
টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি