ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মার্কিন বাহিনীকে আইএসের সাথে কালো তালিকাভুক্ত করা হবে!

প্রকাশিত : ০৮:৪৬, ৭ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৪:১৩, ৭ এপ্রিল ২০১৯

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে সন্ত্রাসী তালিকাভুক্ত করা হতে পারে বলে ঘোষণা দিয়েছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে যুক্তরাষ্ট্রের আখ্যা দেওয়ার আভাসে দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান হাশমতুল্লাহ ফালাহতপিশেহ এ ঘোষণা  দেন।

তিনি বলেন, ‘রিভ্যলুশনারি গার্ডসকে যদি আমেরিকা সন্ত্রাসী তালিকাভুক্ত করে, আমরাও দেশটির সেনাবাহিনীকে ইসলামিক স্টেটের (আইএস) পর সন্ত্রাসী কালো তালিকাভুক্ত করব।’

সোমবারের মধ্যে ইরানের ওই এলিট ফোর্সকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হবে এমন খবর প্রকাশ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে এমন প্রতিক্রিয়া জানালেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান।

শনিবার হেতমাতুল্লাহ ফালাহাতপিশে এক টুইটবার্তায় বলেছেন, ‘যদি আইআরজিসি আমেরিকার কালোতালিকাভুক্ত হয় তাহলে দায়েশ সন্ত্রাসীর মতো দেশটির সেনাবাহিনীকেও আমরা কালোতালিকাভুক্ত করব।’

আমেরিকার তিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আমেরিকা আইআরজিসিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার পরিকল্পনা করছে।

এরপরই ইরানের এ কর্মকর্তার পক্ষ থেকে এ হুঁশিয়ারি বার্তা এলো। আমেরিকার পররাষ্ট্র দফতর সম্ভবত আগামী সোমবারের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে ওই কর্মকর্তারা জানিয়েছেন। 

আমেরিকা এরইমধ্যে আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট কয়েক ডজন সংগঠন এবং কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করেছে। তবে এখন পর্যন্ত আইআরজিসিকে কালোতালিকাভুক্ত করেনি। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পরেই বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি (র)`র  নির্দেশে আইআরজিসি গড়ে তোলা হয়েছিল।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি