লন্ডনে মা ও মেয়ে এসিড হামলার শিকার
প্রকাশিত : ১২:৪০, ৯ এপ্রিল ২০১৯
ব্রিটেনে এক মা ও তার তরুণী মেয়ের ওপর দুর্বৃত্তরা এসিড হামলা চালিয়েছে। সোমবার দেশটির রাজধানী লন্ডনে এ হামলার ঘটনা ঘটে। রাস্তায় সহিংসতা বন্ধে যখন পুলিশ ও নিরাপত্তা বাহিনী লাগাতার প্রচেষ্টা চালাচ্ছে তখন এই হামলার ঘটনা ঘটল।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, রাজধানীর ক্রয়ডন এলাকায় দপুরের দিকে এসিড হামলার ঘটনা ঘটে এবং এতে ৬০ বছর বয়সী একজন মা ও তার তরুণী মেয়ে আহত হয়েছেন।
তবে তাদের অবস্থা আশংকাজনক নয়। পুলিশের মুখপাত্র বলেন, ভিক্টিমদের মুখমণ্ডলে এসিড নিক্ষেপ করা হয়েছে এবং পুলিশ তাদরেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি গাড়ি থেকে মুখমণ্ডল ঝলসে দেয় এমন বস্তু তাদেরকে লক্ষ্য করে ছুঁড়ে মারা হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরেকটি শিশু সম্ভবত আহত হয়েছে। তবে পুলিশ এখনো কাউকে আটক করতে পারে নি।
বেশ কিছুদিন ধরে ব্রিটেনের বড় শহরগুলোর রাস্তায় এ ধরনের সহিংসতা চলে আসছে। গত বছর দেশটিতে ছুরি মারার ঘটনায় প্রায় ৩০০ ব্যক্তি নিহত হয় যার মধ্যে লন্ডনেই ঘটেছে ১২০টি মৃত্যুর ঘটনা।
চলতি বছরে এ পর্যন্ত ছুরি মারার ঘটনায় প্রায় ৫০ জন নিহত হয়েছে। একইসঙ্গে সেখানে এসিড হামলার ঘটনাও বেড়েছে।
তথ্যসূত্র: পার্সটুডে
এমএইচ/
আরও পড়ুন