ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

‘বেসামরিক নাগরিকদের ওপর হামলা যুদ্ধাপরাধের সামিল’

প্রকাশিত : ১২:০৪, ১১ এপ্রিল ২০১৯

লিবিয়ায় অশান্ত হয়ে ওঠা পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের ওপর হামলা যুদ্ধাপরাধের সামিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল ব্যাচেলে।

লিবিয়ায় লড়াইয়ে লিপ্ত সব পক্ষকেই রক্তক্ষয় এড়ানোর আহ্বান জানান মিশেল ব্যাচেলে। বলেন, নাগরিকদের সুরক্ষায় সবাইকেই সর্বতোভাবে চেষ্টা করতে হবে।

তিনি বলেন, গত সোমবার মিটিগা বিমানবন্দরের কাছে হামলার কারণে বহু মানুষ ত্রিপোলিতে আটকা পড়ে আছে। এ অবস্থায় সব পক্ষেরই বিষয়টি আমলে নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধা দেখানো উচিত এবং বেসামরিক নাগরিক এবং স্কুল, হাসপাতাল এবং বন্দিশালাসহ বিভিন্ন অবকাঠামোকে সুরক্ষিত রাখতে সম্ভাব্য সব রকম পদক্ষেপ নিতে হবে।

প্রসঙ্গত, জেনারেল হাফতারের নেতৃত্বাধীন বিদ্রোহী বাহিনী লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ) জাতিসংঘ-সমর্থিত সরকারের কাছ থেকে রাজধানী ত্রিপোলি ছিনিয়ে নিতে অগ্রসর হওয়ায় দু’পক্ষের লড়াইয়ে অশান্ত হয়ে উঠেছে লিবিয়া পরিস্থিতি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব মতে, তিনদিনের লড়াইয়ে ৪৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৮১ জন। নিহতদের ৯ জনই বেসামরিক নাগরিক।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি