ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘ট্রাম্প প্রশাসনের কারণে ভেনিজুয়েলার পরিস্থিতি খারাপ হচ্ছে’

প্রকাশিত : ১৩:৪৭, ৩ মে ২০১৯ | আপডেট: ১৩:৪৮, ৩ মে ২০১৯

মার্কিন সংসদ সদস্য ইলহান ওমর

মার্কিন সংসদ সদস্য ইলহান ওমর

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কারণে ভেনিজুয়েলার পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের মুসলিম আইন প্রণেতা ইলহান ওমর।

তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের এক বিদ্বেষপূর্ণ বক্তব্যের পর টুইটারে লিখেছেন, ইরাকে মার্কিন হস্তক্ষেপ ইস্যুতে যা ঘটেছিল এখনও তাই ঘটছে। তারা যুদ্ধবিরোধীদের অপবাদ দিচ্ছে। তারা যুদ্ধবিরোধীদেরকে স্বৈরতন্ত্রের সহযোগী ও স্বাধীনতা বিরোধী বলে আখ্যায়িত করছে।

মার্কিন এই সংসদ সদস্য বলেন, আমেরিকার উচিৎ ভেনিজুয়েলায় যুদ্ধনীতির পরিবর্তে কূটনৈতিক পন্থা অবলম্বন করা।

এর আগেও ইলহান ওমর মার্কিন সরকারকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, ভেনিজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের কারণে গোটা লাতিন আমেরিকায় অস্থিরতা দেখা দিতে পারে। এর পরই মাইক পেন্স ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি ইলহাম ওমরকে স্বাধীনতাবিরোধী ব্যক্তি হিসেবে অভিহিত করেন।

গত বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, প্রয়োজনে আমেরিকা ভেনিজুয়েলার বিরুদ্ধে যুদ্ধ করবে।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি