ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুবাইয়ে বিমান বিধ্বস্তে নিহত ৪

প্রকাশিত : ১৩:০৮, ১৭ মে ২০১৯

Ekushey Television Ltd.

দুবাইয়ে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। এর মধ্যে তিন ব্রিটিশ এবং দক্ষিণ আফ্রিকার এক নাগরিক রয়েছেন।

বৃহস্পতিবার যুক্তরাজ্যের নিবন্ধিত ডায়মন্ড এয়ারক্রাফটের একটি ছোট বিমান দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়।

দুবাইয়ের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার যুক্তরাজ্যের নিবন্ধিত ডায়মন্ড এয়ারক্রাফটের চার সিটবিশিষ্ট ডিএ৪২ নামক বিমানটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। বিমানটি আন্তর্জাতিক হাব থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণে বিধ্বস্ত হয়েছে।

এমিরেটস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, একটি মিশনে অংশ নেওয়া বিমানটির সব আরোহী নিহত হয়েছেন। বিমানটিতে তিন ব্রিটিশ নাগরিক ও দক্ষিণ আফ্রিকার এক নাগরিক ছিলেন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনার পরপরই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এ কারণে বিমানের বেশ কিছু ফ্লাইট নির্ধারিত সময়ের পর ছেড়েছে।

দুবাইয়ের সরকারি মিডিয়া অফিস জানায়, বিমানটি হানিওয়েল মালিকানাধীন একটি মার্কিনভিত্তিক বহুজাতিক প্রকৌশল ও মহাকাশযান সিস্টেমের অন্তর্গত।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি