ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

কাশ্মীরে গুলিতে দুই তরুণ নিহত

প্রকাশিত : ১৪:১৯, ১৮ মে ২০১৯

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা জেলার পানজাম এলাকায় ভারতীয় বাহিনীর অভিযানে গুলিতে  দুই কাশ্মীরী তরুণ নিহত হয়েছেন।

শনিবার সকালে ভারতীয় সংবাদমাধ্যম নিহত হওয়ার তথ্য জানিয়েছে।

যদিও সে খবরে একে ‘বন্দুকযুদ্ধ’ বলে আখ্যায়িত করা হয়েছে।

শুক্রবার রাতে এক অভিযানে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, রাষ্ট্রীয় রাইফেলস ও বিশেষ অভিযান দল অংশ নেয়। খবর গ্রেটার কাশ্মীর ও এক্সপ্রেস নিউজের।

এর আগে বৃহস্পতিবার রাতেও ভারতীয় সেনাবাহিনী পুলওয়ামার কয়েকটি গ্রামে অভিযান চালায়। এতে এক ভারতীয় সেনাসহ ৮ কাশ্মীরী নিহত হন। এসময় কয়েকটি ঘরে অগ্নিসংযোগও করা হয়।

এদিকে, রমজান মাসে ভারতীয় বাহিনীর এমন অভিযানের প্রতিবাদে বিক্ষোভ করছে কাশ্মীরের স্বাধীনতাকামী জনগণ।

শুক্রবার দিনভর রাজ্যের বিভিন্ন জেলায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানায় তারা।

অন্যদিকে কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় অনন্তনাগ শহরে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধ চলছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

আই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি