মোদির সঙ্গে আমি কাজ করতে চাই: ইমরান খান
প্রকাশিত : ১৯:৩০, ২৩ মে ২০১৯
লোকসভা নির্বাচনে বিরাট জয়ের মুখ দেখেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পৃথিবীর থেকে বসে আসছে শুভেচ্ছা বার্তা, এমত অবস্থায় পাকিস্তানের প্রধানামন্ত্রী ইমরান খান পিছিয়ে নেই, তিনিও টুইট করে জানিয়েছেন অভিনন্দন। তিনি টুইট করে লিখেছেন, বিজেপি ও তার সহযোগী দল ভোটে জয়লাভ করার জন্য আমি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি। দক্ষিণ এশিয়ার পরিস্থিতি শান্ত করার জন্য এবং এই এলাকার সমৃদ্ধির জন্য আমি তার সঙ্গে কাজ করতে চাই।
``মোদির জোয়ার`` অব্যাহত, আর সেই জোয়ারে ভেসেই আবার একবার ভারতের সরকার গঠন করতে চলেছে বিজেপি। বৃহস্পতিবার নির্বাচন কমিশন যে ফলাফল দিয়েছে, তা অনুসারে বিজেপি ২৯৯টি আসনে এগিয়ে। অন্যদিকে কংগ্রেস ৫০টিতে এগিয়ে। নির্বাচন কমিশন এখনো পর্যন্ত ৫৪২টি আসনের পরিনাম জারি করেছে।
ভারতের নির্বাচনে অনেকেই মনে করেছিলেন তরুণ নেতা হিসেবে রাহুল গান্ধী নিজেকে মোদির চেয়ে বড় নেতা হিসেবে তুলে ধরতে পারবেন। ভারতের জনগণের মধ্যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকল্প হিসেবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। জনগণের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছেন নিজ দলের নেতাকর্মীদের মধ্যেও। ফলে এবার ভরাডুবি হলো এই জোটটির।
১৫ লাখ চাকরির প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ ছিল। ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান ছিল। নোটবন্দি, জিএসটি থেকে বিজয় মাল্য, নীরব মোদি ইস্যুতে মোদি বিরোধী হাওয়া তুলতে চেষ্টার ত্রুটি ছিল না। ‘ন্যায়’ প্রকল্পের ঘোষণা হয়েছিল। ময়দানে নেমেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু কোনও কিছুই কাজে এল না। নরেন্দ্র মোদির বিকল্প হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলেন না রাহুল গান্ধী। ভরাডুবি কংগ্রেসের। রাজনৈতিক পর্যবেক্ষকদের প্রশ্ন, তবে কি ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান ব্যুমেরাং হয়ে ফিরল কংগ্রেসের হাতে?
তথ্যসূত্র: এনডিটিভি।
এসএইচ/
আরও পড়ুন