ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সৌদি বিমান বন্দরে ইয়েমেনের ড্রোন হামলা

প্রকাশিত : ১৪:০৫, ২৬ মে ২০১৯

Ekushey Television Ltd.

ইয়েমেনের সেনাবাহিনী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিযান বিমান বন্দরে ড্রোন হামলা চালিয়েছে। বিমান বন্দরে জঙ্গিবিমানের হ্যাঙ্গার লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। ইয়েমেনে হামলায় এই বিমান বন্দরটি ব্যবহার করা হচ্ছে।

ইয়েমেনের আল-মাসিরা টিভি চ্যানেল আজ (রোববার) এ তথ্য নিশ্চিত করেছে। সেখানে জানানো হয়েছে, ইয়েমেন সেনাবাহিনীর ড্রোন ইউনিট ‘কাসেফ কে-টু’ ড্রোনের সাহায্যে নতুন হামলা চালিয়েছে। গত এক সপ্তাহে এ নিয়ে চার দফা সৌদি বিমান বন্দরে ড্রোন হামলা চালানো হলো।

এছাড়া গত সপ্তাহে নাজরান বিমান বন্দরে তিন দফা হামলা চালায় ইয়েমেনিরা। সেখানে একটি হ্যাঙ্গার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট লক্ষ্য করে হামলা করা হয়।

প্রায় দুই সপ্তাহ আগে সৌদি আরবের দু’টি তেল স্থাপনায় ইয়েমেনিদের ড্রোন আঘাত হানার কথা স্বীকার করেছে রিয়াদ।

ওই হামলায় ইস্ট-ওয়েস্ট তেল পাইপ লাইনের দু’টি পাম্পিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে পাইপ লাইন বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল সৌদি আরব।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি