ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

মোদির নতুন অভিষেকে যাচ্ছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী

প্রকাশিত : ১৮:১৯, ২৬ মে ২০১৯

ভারতের লোকসভা নির্বাচনে নয়া উত্থান হয়েছে মোদির। ব্যাপক ব্যবধানে জয় পেয়েছে তার দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

আর তাই, নতুন অভিষেক অনুষ্ঠানে গত বছরের ন্যায় এবারো বিশ্ব ক্ষমতাধর রাষ্ট্রের পাশাপাশি সার্কভূক্ত দেশসমূহের প্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন মোদি।

আগামী ৩০ মে দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

কিন্তু জাপান ও সৌদি আরবে প্রধামন্ত্রীর সফর থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না। তাই, বাংলাদেশের হয়ে মুক্তিযুদ্ধ বিষয়মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক শপথ অনুষ্ঠানে নেবেন।

রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মন্ত্রী বলেন, ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদি যখন শপথ গ্রহণ করেছিলেন তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দাওয়াত দেওয়া হয়েছিল। কিন্তু সে সময় তিনি জাপানে সফরে থাকায় তার পরিবর্তে স্পিকার শিরীন শারমিন সে অনুষ্ঠানে গিয়েছিলেন।

তিনি বলেন, এ বছরও ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদি যখন শপথ নেবেন সে সময় আমাদের প্রধানমন্ত্রী সফরে থাকবেন। আর স্পিকারের পূর্ব নির্ধারিত আরেকটি অনুষ্ঠান থাকায় তিনিও দিল্লি যেতে পারবেন না। ফলে এবার কেবিনেটের জ্যেষ্ঠমন্ত্রী হিসেবে মোজাম্মেল হক যাচ্ছেন মোদির শপথ অনুষ্ঠানে।

 

আই/ এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি