ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ইয়েমেনে সৌদি জোটের বোমা হামলা

প্রকাশিত : ১৩:৩০, ২৯ মে ২০১৯

সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের রাজধানী সানায় বোমা হামলা চালিয়েছে। ইয়েমেনের আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে, আজ (বুধবার) ভোরে আগ্রাসী জোটের জঙ্গিবিমান থেকে রাজধানী সানায় বোমা ফেলা হয়েছে।

সানার উত্তরাঞ্চলীয় আদ-দোলাইমি বিমান ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলার পর কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ প্রকাশ করেনি ইয়েমেনের সশস্ত্র বাহিনী।

সৌদি আরব ২০১৫ সাল থেকে দরিদ্র প্রতিবেশী দেশ ইয়েমেনে হামলা চালিয়ে আসছে। এর ফলে এ পর্যন্ত ১৬ হাজার ইয়েমেনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও হাজার হাজার।

বাস্তুহারা মানুষের সংখ্যাও দিন দিন বাড়ছে। সৌদি হামলায় দেশটির অর্থনৈতিক ও চিকিৎসা কাঠামো ধ্বংসের মুখে।

তবে ইয়েমেনিরা আগ্রাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে। সম্প্রতি তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সৌদি জোটের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি