ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মেক্সিকোতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২৩

প্রকাশিত : ১২:৩০, ৩০ মে ২০১৯ | আপডেট: ১৪:৫৩, ৩০ মে ২০১৯

মেক্সিকোতে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৩১ জন।

বুধবার দেশটির ভেরাক্রুজপ্রদেশের মালট্রাটা নামক স্থানের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ক্যাথলিক তীর্থযাত্রীদের নিয়ে মেক্সিকো সিটি থেকে গুতিয়ারেজ শহরে যাচ্ছিল বাসটি। ধর্মীয় আনুষ্ঠানিকতা সেরে নিজ শহরে ফিরছিলেন তারা।

ঘটনাস্থলে পৌঁছালে বাসটি ওই ট্রাককে ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গেই বাসটিতে আগুন ধরে যায়। এতেই এ হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় ভেরাক্রুজপ্রদেশের সরকারের পক্ষ থেকে এক টুইটবার্তায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। পাশাপাশি হতাহতদের আর্থিক সহায়তার আশ্বাস দেয়া হয়েছে।

সূত্র: সিএনএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি