বিজেপি রুখতে মমতার দুই বাহিনী!
প্রকাশিত : ১১:৪২, ১ জুন ২০১৯
ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে রুখতে নতুন দু`টি বাহিনী গড়ার কথা ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার নৈহাটিতে এক প্রতিবাদ মঞ্চে `বঙ্গ জননী বাহিনী` ও `জয় হিন্দ বাহিনী` গড়ে তোলার কথা ঘোষণা করেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে আরএসএস ও বিজেপির মোকাবিলায় এই দুই বাহিনী গড়ে তোলা হবে। যেখানে তৃণমূলের কর্মীরা কাজ করবেন। রাজ্যের প্রতিটি ব্লকে থাকবে এই বাহিনী।
ওই সভা করা হয়েছে মূলত বিজেপির হামলায় ঘরছাড়া তৃণমূলিদের পাশে দাঁড়াতে। বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ আগেই করেছেন।
এদিন তিনি বলেন, এ রাজ্য বাঙালি ও অ-বাঙালির মধ্যে বিভাজনেরও চেষ্টা করছে বিজেপি। বিজেপির এই প্রচেষ্টার বিরুদ্ধে লোকজনকে সোচ্চার হতে বলেন।
মমতা এদিন দাবি করেন, ভোটের ফল বেরোনোর পর থেকে বিজেপির আক্রমণে ৪০০ বাঙালি পরিবার ঘরছাড়া হয়েছে।
এমএইচ/
আরও পড়ুন