ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আয়ারল্যান্ডে ২ বাংলাদেশী কাউন্সিলর নির্বাচিত (ভিডিও)

প্রকাশিত : ২০:৩৬, ১ জুন ২০১৯

ইউরোপের উন্নত দেশ আয়ারল্যান্ডে সদ্যসমাপ্ত পৌর নির্বাচনে কাউন্সিলর হয়েছেন দুই বাংলাদেশী

দুজনই বাংলাদেশে দেশটির দূতাবাস বা কনস্যুলেট খুলতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন, যাতে ভিসার জন্য ভারত যেতে না হয়।বাগেরহাটের মোস্তাক আহমেদ ইমন কাউন্সিলর হয়েছেন রাজধানী ডাবলিন অঞ্চলের গ্লেনকুলিন-সান্ডিফোল্ড এলাকা থেকে। আর গাজিপুরের সন্তান আজাদ তালুকদার জয় পেয়েছেন লিমেরিক ওয়েস্ট থেকে। মোস্তাক আহমেদ ক্ষমতাসীন ফাইন গায়েল দলের মনোনয়নে নির্বাচন করে জয়ী হন। অন্যদিকে আজাদ তালুকদার জয় পেয়েছেন প্রধান বিরোধীদল ফিয়ান্না ফেইলের টিকেটে। মোস্তাক আহমেদ ইমন বলেন, দেশটির ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থানসহ সম্পর্ক উন্নয়নের বিপুল সম্ভাবনা আছে, বেক্সিট চুক্তি বাস্তবায়ন হলে তা আরো বহুগুন বাড়বে। তিনি বলেন, ভারত হয়ে ভিসা নিতে হয় বলে বাংলাদেশীদের এদেশে আাসা ঝক্কি-ঝামেলার। অন্তত একটা কনস্যুলেট খুলতে বাংলাদেশের সরকার উদ্যোগই যথেষ্ঠ, আয়ারল্যান্ড সরকারের সিদ্ধান্ত নবনির্বাচিত কাউন্সিলররা অনেকখানি এগিয়ে নিতে পারবেন। গত ২৪ মে শুক্রবার সারা দেশে স্থানীয় নির্বাচন হয় দলীয় মনোনয়নে। পরে দুদিন পর সমবার ফলাফল ঘোষনা করা হয়।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি