ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

আফগানিস্তানে ঈদের নামাজে বোমা হামলায় হতাহত ১৬

প্রকাশিত : ১৫:১৭, ৫ জুন ২০১৯

পবিত্র ঈদুল ফিতরে জামাতের সময় আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে বোমা হামলার ঘটনা ঘটেছে। বোমা হামলায় ঘটনাস্থলেই ২ মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন।

দেশটির বার্তা সংস্থা শাফাকনা বলছে, বাগলান প্রদেশের প্রাচীন উপশহর নাহরাইনে বোমা হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

এরআগে সোমবার রাজধানী কাবুলে একটি বাসে বিস্ফোরণে চারজনের প্রাণহানির একদিন পর ঈদের জামাতে এ বোমা হামলার ঘটনা ঘটলো। দেশটির সরকারি একটি সংস্থার কর্মীরা ঐ দিন বাসে যোগে বাড়ি ফেরার পথে ঐ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি