ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল চীন

প্রকাশিত : ১০:২১, ৬ জুন ২০১৯

Ekushey Television Ltd.

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ চলছে। এ যুদ্ধে উভয় দেশই ক্ষতির সম্মুখিন হবে বলে বিশ্লেষকরা জানিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী চীনা নাগরিকরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় প্রাণহানির ঘটনায় নাগরিকদের দেশটি ভ্রমণে সতর্ক করেছে চীন।

মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী চীনা নাগরিকদের ‘হয়রানি’ করছে বলে অভিযোগ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং এক সংবাদ সম্মেলনে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে নাগরিকদের সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, সম্প্রতিক সময়গুলোতে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো চীনা নাগরিকদের সেদেশে প্রবেশ, চলে আসার সময় জিজ্ঞাসাবাদ এবং নানা ধরনের সাক্ষাৎকারসহ বিভিন্নভাবে হয়রানি করছে। তাই আমরা নাগরিকদের সতর্ক করেছি।

এদিকে যুক্তরাষ্ট্র ভ্রমণের সতর্কতার বিষয়ে একজন উপস্থাপক বলেন, “যুক্তরাষ্ট্রে সম্প্রতি ঘন ঘন গুলিবর্ষণ, ডাকাতি ও চুরির ঘটনা ঘটছে। চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ঘুরতে যাওয়ার ক্ষেত্রে পর্যটকদের ঝুঁকির বিষয়গুলো ভালোভাবে মূল্যায়ন করতে বলেছে।”

তথ্যসূত্র: বিবিসি

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি