ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রেমের টানে বাংলাদেশে ছুটে এলো ভারতীয় কিশোরী

প্রকাশিত : ১৭:২১, ৯ জুন ২০১৯ | আপডেট: ১৭:৩০, ৯ জুন ২০১৯

Ekushey Television Ltd.

এবার প্রেমের সূত্রধরে কাটাতারের সীমান্ত পেরিয়ে রাজিয়া খাতুন (১৬) নামে ভারতীয় এক কিশোরী এসেছে বাংলাদেশে। এ ঘটনা ঘটেছে উত্তরের জেলা কুড়িগ্রামে।

গত শনিবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি।

সে ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার খারিদা হরিদাস গ্রামের আনু মিয়ার মেয়ে।

এলাকাবাসী জানান, দীর্ঘ প্রেমের সূত্র ধরে শুক্রবার রাত ১১টার দিকে সীমান্ত পাড়ি দিয়ে ফুলবাড়ী উপজেলার কমন্ডল গ্রামের মাহালম মিয়ার ছেলে প্রেমিক জাহিদ হাসানের (২০) কাছে চলে আসে।

রাজিয়ার কাছে সব শুনে মাথায় হাত পড়ে জাহিদের আত্মীয়দের৷ তারাই তড়িঘড়ি যোগাযোগ করেন কুড়িগ্রামের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে৷ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হয় রাজিয়া৷ তাকে নিয়ে শুরু হয় টানাপোড়েন৷

এদিকে, বাড়ির মেয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে গিয়েছে এটা জানতে পেরেই রাজিয়ার পরিবার যোগাযোগ করে বিএসএফের সঙ্গে৷ তার ছবি ও বিবরণ দিয়ে বিএসএফ বার্তা পাঠায় বিজিবিকে৷ তথ্য মিলে যেতেই বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়।

পরে দীর্ঘ আলোচনা ও শলা পরামর্শের পর বিএসএফের কাছে হস্তান্তর করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ ব্যাপারে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার গোলাম মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে উদ্ধারকৃত কিশোরীকে হস্তান্তর করা হয়েছে।

 আই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি