ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

প্রকাশিত : ১৩:৪০, ১৯ জুন ২০১৯ | আপডেট: ১৩:৪৬, ১৯ জুন ২০১৯

Ekushey Television Ltd.

সিরিয়ায় মার্কিন সেনা প্রত্যাহার পদ্ধতি নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জেরে গত বছর পদত্যাগ করেছিলেন তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস।

এবার তারই স্থলাভিষিক্ত নতুন প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান চলমান ইরানের সঙ্গে টানটান উত্তেজনারমুখে পদত্যাগ করলেন।

এতে চলমান সংকট মোকাবেলায়  ট্রাম্পকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প এক টুইট বার্তায় শানাহানের পদত্যাগের বিষয়টি নিশ্চত করেছেন।

তবে ট্রাম্প সেখানে শানাহানের পদত্যাগের কারণ হিসেবে পরিবারে সময় দেয়াকে উল্লেখ করেছেন।

মার্কিন আইন অনুযায়ী প্রেসিডেন্ট কর্তৃক নিয়োগপ্রাপ্ত মন্ত্রীকে সিনেটের অনুমোদনের আগ পর্যন্ত ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে হয়।

ফলে, সিনেটের অনুমোদনের আগেই কয়েক মাসের মাথায় তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন।

এমন সময় মার্কিন এ প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যখন মধ্যপ্রাচ্যে ইরানের হুমকি মোকাবেলায় নতুন করে ১ হাজার মার্কিন সৈন্য পাঠানোর হুমকি দিয়েছিলেন তিনি। 

মধ্যপ্রাচ্যে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দ্বন্দ্বটা এখন চরমে। যেকোন সময় বাধতে পারে যুদ্ধের দামামা।

সোমবার এক বিবৃতিতে ইরানের হুমকি মোকাবেলায় মধ্যপ্রাচ্যে নতুন করে সৈন্য পাঠানোর হুশিয়ারি দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

ঘোষণার একদিন পরই প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে তাই চলছে নানা গুঞ্জন। এর ফলে ট্রাম্প নতুন করে সংকটে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এমনকি ইরানের সঙ্গে টানা উত্তেজনায় পিছু হটতে পারে যুক্তরাষ্ট্র। তবে সেটি সময় সাপেক্ষ।

সূত্র: রয়টার্স।

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি