ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১০ ফুট ৭ ইঞ্চি শিং নিয়ে গিনিজ বুকে এই গরু

প্রকাশিত : ১১:১৮, ২৩ জুন ২০১৯

Ekushey Television Ltd.

গরুটার শিং ১০ ফুট ৭ ইঞ্চি। এর মধ্যে বিশ্ব রেকর্ডও করে ফেলেছে গরুটা। এর আগে এ রেকর্ডধারী গরুর চেয়ে ১ ইঞ্চি বড় রয়েছে পোঞ্চ নামের যুক্তরাষ্ট্রের টেক্সাসের এ গরুটার।

পোপ জুনিয়র গরুটাকে ছয় মাস বয়সে কিনে নেন। এখন গরুটার বয়স ৭ বছর।  পোঞ্চের শিং এক প্রান্ত থেকে অন্যপান্ত পর্যন্ত ১০ ফুট ৭ ইঞ্চি লম্বা। এর মধ্য দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ঠাঁই পেয়েছে সে।

বারমিংহামের বাইরে আলাবামার গুডওয়াটারের একটি খামারে বড় হয়েছে পোঞ্চ। এই শিং একটু বেশিই ব্যতিক্রম বলে জানিয়েছেন পোঞ্চ মালিক পোপ জুনিয়র। 

চার বছর বয়সেই এর শিং বেশ বাড়তে থাকে তখন থেকেই পোপ বুঝতে পারেন যে, এর শিং বেশ ব্যতিক্রম হবে। প্রথমে শিং বাঁকিয়ে গেলেও পরে আবারও সোজা হয়ে ওঠে।

গাজর, আপেল ও মার্শ নামের এক ধরনের খাবারে বেশ স্বাচ্ছন্দ বলে গরুটিকে দৈত্যও বলা হয়ে থাকে। গরুটির মালিক পোপ জানান, তাকে গাজর এবং আপেল খাওয়ানো এবং যে কোনো ধরনের আচরণে সে কেবল একটি বিস্ময়কর বড় পোষা প্রাণী হিসাবে পরিণত হয়েছে।

সূত্র: দ্য সান

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি