ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মোদি খুব ভালো মানুষ:অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৯:০২, ২৯ জুন ২০১৯ | আপডেট: ১৯:৪০, ২৯ জুন ২০১৯

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সেলফি তুলে টুইটারে পোস্ট করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। ছবির ক্যাপশনে প্রশংসায় ভরিয়ে দিলেন নরেন্দ্র মোদিকে।

জাপানের ওসাকায় জি ২০ সামিট চলছে। সেখানেই মোদির সঙ্গে দেখা হয় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের। দু’জনের মধ্যে বেশ কিছু ক্ষণ বৈঠকও হয়। আর তারপরই মোদির সঙ্গে সেলফি তুলেন তিনি। নিজের টুইটার হ্যান্ডলে সে ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী স্কট ক্যাপশন লেখেন, ‘কিতনা আচ্ছা হ্যায় মোদি (মোদি খুব ভালো)!’।

জি ২০ সম্মেলনে শনিবার ইন্দোনেশিয়া এবং ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে আলাদাভাবে দ্বিপাক্ষিক ব্যবসা নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগের দিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চিনের প্রেসিডেন্ট শি চিনফিং, রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা হয়েছে তাঁর।

 

এনএম


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি