ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

মোদি সরকারের প্রথম বাজেট আজ

প্রকাশিত : ১২:৫১, ৫ জুলাই ২০১৯ | আপডেট: ১২:৫৩, ৫ জুলাই ২০১৯

ভারতের সংসদে আজ শুক্রবার দ্বিতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে। দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন।

এবারের বাজেট শুধু ২০১৯-২০-র আয়ব্যয়ের হিসেব নয়। আগামী পাঁচ বছর নরেন্দ্র মোদী সরকারের আর্থিক নীতি কী হবে, তার রূপরেখাও তুলে ধরতে হবে নির্মলাকে। নরেন্দ্র মোদী দেশের অর্থনীতির বহরকে ২০২৪-২৫ সালের মধ্যে ৫ লক্ষ কোটি ডলারে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন।

আর্থিক সমীক্ষা বলেছে, সেই লক্ষ্যে পৌঁছতে হলে আর্থিক বৃদ্ধির হার নিয়মিত ৮ শতাংশের কোটায় থাকতে হবে। এটা হবে নির্মলার চ্যালেঞ্জ।

প্রথম মোদি সরকারের প্রতিরক্ষামন্ত্রণালয় সামলেছেন নির্মলা। দ্বিতীয় মোদী সরকারের অর্থমন্ত্রী তিনি।  অর্থনীতি ও জনগণের দাবি মেটানোর মধ্যে ভারসাম্য রাখাও তাঁর কাছে বড় চ্যালেঞ্জ এখন।

এনএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি