ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

সৌদি সেনাঘাঁটিতে ইয়েমেনের যিলযাল ক্ষেপণাস্ত্রের আঘাত

প্রকাশিত : ১৭:১৬, ৬ জুলাই ২০১৯ | আপডেট: ১৯:৩৯, ৬ জুলাই ২০১৯

ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের একটি সেনাঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। সৌদি আরবের এই সেনা ঘাঁটিটি ইয়েমেনের অভ্যন্তরে তায়িজ প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। অনুচরদের সহযোগিতায় ওই এলাকাটি নিয়ন্ত্রণ করছে সৌদি নেতৃত্বাধীন বাহিনী।

লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, ইয়েমেনের সামরিক বাহিনী শুক্রবার রাতে তায়িজ প্রদেশে খালিদ সেনাঘাঁটিতে দু’টি যিলযাল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং দু’টি ক্ষেপণাস্ত্রই সেখানে আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি সৌদি আরব।

এছাড়া গত ২৪ ঘণ্টায় জিযান ও নাজরান প্রদেশে কয়েকজন সৌদি সেনাকে হত্যার দাবি করেছে ইয়েমেনের স্নাইপার ইউনিট। এর আগে গত বৃহস্পতিবার রাতে ইয়েমেনের সেনাবাহিনীর ড্রোন ইউনিট আবহা ও জিযান বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে দরিদ্র প্রতিবেশী দেশ ইয়েমেনে ব্যাপক হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ।

(সূত্রঃ রেডিও তেহেরান)

এনএম/কেআই


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি