ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

হুমকি মোকবেলায় ইরান বিরোধী জোট গঠনের চেষ্টা যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ১৪:৫৩, ১০ জুলাই ২০১৯

পারস্য উপসাগরে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের হুমকি মোকাবেলায় সামরিক জোট গঠনে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করছে ওয়াশিংটন।

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফোর্ড এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এ ধরনের জোট গঠন করা সম্ভব হলে হরমুজ ও বাবুল মান্দেব প্রণালীতে জাহাজ চলাচল স্বাধীন ও নিরাপদ হবে।  আমি মনে করি আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরিষ্কার হবে যে, কোন কোন দেশ এ জোটে যোগ দিতে ইচ্ছুক।

এরপর আমরা সরাসরি সামরিক বাহিনীকে নিয়ে কাজ করব যাতে জাহাজ চলাচলের স্বাধীনতা বজায় রাখতে সক্ষমতা যাচাই করা সম্ভব হয়।”

উল্লেখ্য, গত মাসে পারস্য উপসাগরের কাছে কয়েকটি তেলবাহী জাহাজে সন্দেহজনক হামলা হলে আমেরিকা ও সৌদি আরব দ্রুত ইরানকে দায়ী করে। কিন্তু তেহরান তা সরাসরি নাকচ করেছে। তেহরান বলেছে, ইরানকে জড়িয়ে দেওয়ার জন্য মিথ্যা ঘটনা সাজানো হয়ে থাকতে পারে।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি