টানা বৃষ্টিপাতে পশ্চিমবঙ্গের জনজীবন থমকে গেছে
প্রকাশিত : ১০:০৬, ১২ জুলাই ২০১৯
টানা বৃষ্টিপাতে ভারতের পশ্চিমবঙ্গের জনজীবন থমকে গেছে। দার্জিলিং এর কয়েকটি স্থানে ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিঘ্নিত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা।
আগামী ৩ দিন উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। সেইসঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও দেয়া হয়েছে।
এরই মধ্যে অধিকাংশ নদনদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।
দার্জিলিং এর বেশ কয়েকটি স্থানে ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন