ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আসামে বন্যায় ৭ জনের মৃত্যু

প্রকাশিত : ১২:২২, ১৪ জুলাই ২০১৯

আসামে প্রবল বন্যায় আজ রোববার পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫ লাখেরও বেশি মানুষ।

আসামের ৩৩টি জেলার মধ্যে ২৫টিই ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা পরিস্থিতি ক্রমেই খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। ব্রহ্মপুত্রসহ অন্য ৫টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে বলে জানা গেছে।

এদিকে, প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। উদ্ধারকার্য চালাচ্ছে জাতীয় বিপর্যয় প্রতিরক্ষা বাহিনী।

নিচু এলাকায় বসবাসকারী মানুষদের ত্রাণ শিবিরে পৌঁছে দেওয়া হচ্ছে। দুর্যোগের কারণে বন্ধ রয়েছে ফেরি চলাচল।

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি