ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আসামে প্রবল বন্যায় ৩০ জেলা প্লাবিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০০, ১৬ জুলাই ২০১৯ | আপডেট: ১৪:৫১, ১৬ জুলাই ২০১৯

ভারতের আসামে প্রবল বন্যায় ৩৩টি জেলার ৩০টিই প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৪৩ লাখ মানুষ।

ব্রহ্মপুত্র নদসহ অন্য ৫টি নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। কালিগঙ্গা জাতীয় উদ্যানের ৯৫ শতাংশ তলিয়ে গেছে। দুর্যোগের কারণে আসাম জুড়ে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে, বন্যার্তদের সহায়তায় চালু হয়েছে ১৮৩টি ত্রাণ শিবির। সেগুলোতে ৮৩ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

বন্যায় এনসেফেলাইটিস রোগের প্রাদুর্ভাবের কারণে আগামী সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের স্বাস্থ্য অধিদফতরের ছুটি বাতিল করেছে সরকার। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোওয়ালের সঙ্গে আসাম পরিস্থিতিতে করণীয় নিয়ে ফোনালাপ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি