ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দ. এশিয়ায় বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৪, ১৮ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও বন্যা পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে। নেপাল, ভারত ও পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে।

নেপালে বৃষ্টি কমলেও প্রধান প্রধান নদীগুলোর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৮৮ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ৩১ জন।

নেপাল সীমান্তবর্তী ভারতের বিহার রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০ লাখেরও বেশি মানুষ। আসামে এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাকিস্তানে বন্যায় ২৮ জন মারা গেছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি