ঢাকা, শনিবার   ০১ ফেব্রুয়ারি ২০২৫

তিন মাথা নিয়ে বিস্ময়কর শিশুর জন্ম (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩, ২৩ জুলাই ২০১৯ | আপডেট: ১২:১৫, ২৩ জুলাই ২০১৯

তিনটি মাথা নিয়ে জন্ম নিয়েছে এক কন্যা শিশু। সোমবার ভারতের উত্তর প্রদেশের এতাহ জেলার একটি স্বাস্থ্যকেন্দ্রে এই শিশুর জন্ম হয়। 

এমন বিরল শিশু জন্মের পর চিকিৎসকরা বিস্ময় প্রকাশ করেছেন।

শিশুটির জন্মের পর ডাক্তাররা দেখতে পান, তার মাথার পেছনের দিকে খুলিতে আরো দুটি অপরিপক্ক বড় মাথা রয়েছে।

চিকিৎসকরা বলছেন, সদ্যজাত এই শিশুটির শারীরিক অবস্থা জানতে তারা এখন এমআরআই স্ক্যান করাবেন। শিশুটি জন্মের পর থেকে এনসেফালোসিলিতে আক্রান্ত। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি